Personal Blog of

Minhazul Asif

Personal Blog of

Minhazul Asif

WPForms Vs Elementor Forms

WPForms Vs Elementor Forms

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফর্ম তৈরি করা এখন খুব সহজ, কিন্তু কোন ফর্ম বিল্ডারটি আপনার জন্য সেরা? চলুন দেখে নেই WPForms ও Elementor Forms এর প্রধান ফিচারগুলো:

WPForms এর ফিচারসমূহ

  • ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার: কোড ছাড়া খুব সহজে ফর্ম তৈরি করা যায়
  • প্রি-বিল্ট টেমপ্লেট: কনট্যাক্ট ফর্ম, সার্ভে, অর্ডার ফর্ম সহ শতাধিক রেডি টেমপ্লেট রয়েছে
  • ইমেইল নোটিফিকেশন: সাবমিট করার সাথে সাথে ইমেইলে নোটিফিকেশন চলে যায়, সেট আপ করাও সহজ
  • পেমেন্ট গেটওয়ে সাপোর্ট: PayPal, Stripe ইত্যাদি কানেক্ট করা যায় সহজেই
  • স্প্যাম প্রোটেকশন: Recaptcha ও Honeypot সিকিউরিটি বিল্ট-ইন

যারা ব্লগ, ইকমার্স বা লিড কালেকশন নিয়ে কাজ করেন, তাদের জন্য এটি খুবই প্রফেশনাল একটা টুল।

Article content

Elementor Forms এর ফিচারসমূহ

  • লাইভ ফর্ম ডিজাইন: আপনি ফ্রন্ট-এন্ড দেখতে দেখতে ডিজাইন এডিট করতে পারবেন
  • স্টাইলিং ফ্লেক্সিবিলিটি: রঙ, টাইপোগ্রাফি, বর্ডার – সবকিছু কাস্টমাইজ করা যায়
  • ইন্টিগ্রেশন: Mailchimp, ActiveCampaign সহ নানা মার্কেটিং টুলের সাথে কানেক্ট করা যায়
  • Pop-up ও Landing Page এর সহজেই কানেক্ট করা যায়
  • নিজেস্ব SMPT সার্ভার রয়েছে

যারা Elementor দিয়ে পুরো সাইট ডিজাইন করেন, তাদের জন্য এটি All-in-One সমাধান।

Article content

Minhazul Asif, Founder at CodemanBD

Share on -

Related Articles

minhazul asif

আমি মিনহাজুল আসিফ,

Entrepreneur, Instructor, Web Developer, Freelancer & Cyber Sucurity Expert.

নিজের আইডিয়া গুলো সবার সাথে শেয়ার করার জন্য এই ব্লগ ওয়েবসাইট তৈরী করা। আশা করি আমার ব্লগ পড়ে অনেকেই উপকৃত হবে।

ক্যাটাগরি সমূহ: