“দেজা ভ্যু” রহস্য : আচ্ছা, কখনো কি আপনার এমন হয়েছে, একটা ঘটনা আপনার সাথে ঘটছে, আমি বলে দিতে পারছেন এর পরে কি ঘটবে। কিন্তু আপনি কখনো সেই ঘটনার সম্মুখীন আগে এ হন নি।
অথবা আপনি রাস্তা দিয়ে আপনমনে হাঁটছেন কিংবা গাড়িতে করে কোথাও যাচ্ছেন। চারপাশের বাড়িঘর, মানুষজন সবই আপনার অচেনা। হঠাৎ করে কোনো বাড়ি, মানুষ বা অন্য কিছু দেখে আপনার মনে হলো আপনি এটি আগে দেখেছেন। খুব চেনা চেনা লাগছে মানুষ বা জিনিসটি। অথচ, আপনি সত্যিই তা আগে কখনো দেখেন নি।
কিংবা কারো সাথে একটি বিষয় নিয়ে কথা বলছেন। বলতে বলতে আপনার মনে হলো এই বিষয় নিয়ে আপনি আগেও কথা বলেছেন কিন্তু কার সাথে কথা বলেছেন, কোথায় বলেছেন তা মনে পরছে না।
বিজ্ঞানের ভাষায়, এই প্রতিক্রিয়ার নাম হলো ‘দেজা ভ্যু'(Deja Vu), চিন্তার কিছু নেই। এই ঘটনা গুলো কোনো মানসিক সমস্যার লক্ষণ নয়। ব্যাপারটা অদ্ভুত হলেও সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যালান এস. ব্রাউন তার সার্ভে এর ভিত্তিতে জানান, “পৃথিবীর ৭০ ভাগের বেশি মানুষ তাদের জীবনের কোনও না কোনও সময় এই পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন।”
‘দেজা ভ্যু'(Deja Vu) কথাটি মূলত ফরাসি ভাষা থেকে এসেছে, যার বাংলা ‘ইতোমধ্যে দেখা’। অতীতে থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকেই তাদের গবেষণার ফলাফলের ভিত্তিতে নানা রকম ব্যাখ্যা দিয়েছেন। অনেক কারণেই এই ঘটনা ঘটতে পারে।
• হতে পারে সত্যি সত্যি যে জিনিসটা আপনার মনে হয়েছে কোন জায়গায় গিয়ে বা কোন ঘটনা দেখে, সেটা আগে সত্যি আপনার সাথে ঘটেছিল।
• হয়তো আপনি কোন জিনিস দেখলেন প্রথমবারে যেটাকে হয়তো প্রথমে অতটা খেয়াল দেননি। তার কিছুক্ষণ পরেই যখন সেই একই জিনিস কে আবার সতর্কতার সাথে দেখলেন তখন মনে হতে পারে যে এই জিনিস তো আমি একটু আগেই যেন কোথায় দেখেছি।
• স্নায়ু কোষের কর্মহীনতার কারণে এই ঘটনা ঘটতে পারে। অনেক সময় কম ঘুমানোর জন্য স্নায়ু কোষের উপর অতিরিক্ত চাপ পড়ায় স্নায়ুকোষের কর্মহীনতা দেখা যায়।
তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি দেন অ্যানি ক্লেরি, কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ববিদ অ্যানি ক্লেরি অনেকদিন ধরেই দেজা ভ্যু নিয়ে গবেষণা করেছেন। ক্লেরি ২৯৮ জন ব্যক্তির উপরে এক পরীক্ষা চালান। তাদেরকে ভিন্ন ভিন্ন পরিবেশে একই কম্পিউটার গেম খেলতে দেওয়া হয়।
তার মতে,
“আমরা সচেতনভাবে ঘটে যাওয়া ঘটনাগুলো সমসময় মনে করতে পারি না। কিন্তু আমাদের মস্তিস্ক এক্ষেত্রে একটি সাদৃশ্য খুঁজে বেড়ায়। এ কারণেই আমাদের মধ্যে এমন একটি অনিশ্চিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যে, আমাদের মনে হয় এটা আমরা আগে করেছি বা আমাদের সাথে এমন ঘটনা আগে ঘটেছে। কিন্তু ‘কেন বা কোথায়’- এর কোনো উত্তর থাকে না আমাদের কাছে।”
তিনি আরো বলেন, “দেজা ভ্যুর অভিজ্ঞতা কখনোই ভবিষ্যতের ব্যাপারে ধারণা প্রদান করে না।”
যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আকিরা ও’কনর এবং তার দলের সম্প্রতি পরিচালিত এক গবেষণায় চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গিয়েছে। আকিরা মূলত হোসি উরকুহার্টের পদ্ধতি অবলম্বন করে তার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বেচ্ছাসেবকের মধ্যে একটি পরীক্ষা চালান। ‘অতীত স্মৃতির’ উপর গবেষণা করে দেজা ভ্যু অভিজ্ঞতার জন্য তাদের পুরনো কিছু স্মৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। আকিরা তার ব্লগে লিখেন,
“মস্তিষ্কের সাথে আমাদের পুরনো স্মৃতির সম্পর্কটা আসলে এক ধরনের যুদ্ধের মতো, এখানে মিথ্যার কোনো জায়গা নেই। ব্যক্তিবিশেষের কতটুকু মনে থাকছে তার উপর নির্ভর করেই ‘দেজা ভ্যুর’ ব্যাপারটি ঘটে থাকে।”
ফ্রেঞ্চ সাইন্টিস্ট Emil Boirac মনে করেন, মানুষের মস্তিষ্কের এক পাশ থেকে অন্যপাশে অনুভুতি বা ডাটা ড্রেনড্রন দিয়ে যাবার সময় মাঝেমধ্যে খুব সামান্য সময়ের পার্থক্য হয়, ফলে মস্তিষ্কের কোন কোন অংশ দুইবার অনুভুতি বা ডাটা গ্রহন করে, ফলে মানুষ একই ঘটনা খুব অল্প সময়ের মধ্যে দুইবার দেখে, এর ফলে আমরা মনে করি ঘটনা টা আগে কোথাও দেখেছি।
আবার যারা পূর্ব জন্মে বিশ্বাসী তারা মনে করে থাকেন “দেজা ভ্যু” হলো পূর্ব জন্মের কোনো ঘটনার পুরাবৃত্তি এমন হওয়ার কারণ। আসলে এটি কোনো অতিপ্রাকৃত বিষয় নয়।
দেজা ভ্যু সম্পর্কে ইসলাম কী বলে?
ইসলামে মানুষের চিন্তা-ভাবনা, অনুভব, অনুধাবন, স্বপ্ন, কল্পনা ইত্যাদি বিষয়ে অনেক বক্তব্য এসেছে কিন্তু কুরআন-সুন্নায় কোন তথ্য পাওয়া যায় না। এমন কি পূর্ববর্তী মুসলিম মনিষীগণও এ বিষয়ে কোন কথা বলেছেন বলে জানা যায় না।