Personal Blog of

Minhazul Asif

Personal Blog of

Minhazul Asif

স্টেগানোগ্রাফি কি? স্টেগানোগ্রাফির কৌশল ও ব্যবহার, কিভাবে ইমেজ স্টেগানোগ্রাফি করা যায়

স্টেগানোগ্রাফি কি? Steganography

স্টেগানোগ্রাফি কি? (Steganography)

 

স্টেগানোগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ লুকানো লেখা। কোনো বার্তা অন্য কোন ছবি, ভিডিও (এমনকি অন্য কোনো বার্তা)র মধ্যে লুকিয়ে রাখা, ও সেখান থেকে ফিরে পাওয়ার পদ্ধতিকে স্টেগানোগ্রাফি বলে।

আমরা ছোটকালে বিভিন্ন গোয়েন্দা গল্পে কোন কাগজে “অদৃশ্য কালি” দিয়ে মেসেজ লেখার কথা পড়েছি। নিশ্চয়ই? আগুনের উপরে ধরলে অদৃশ্য লেখা ফুটে ওঠে।
এই হল স্টেগানোগ্রাফির চমৎকার উদাহরণ।
ক্রিপ্টোগ্রাফি বা সংকেতলিপি আর স্টেগানোগ্রাফি বা গুপ্তলিপি খুব কাছাকাছি, ক্রিপ্টোগ্রাফির উদ্দেশ্য হল বার্তাটিকে সাংকেতিক ভাবে লেখা, যাতে সধারণ লোকে পড়ে উদ্ধার করতে না পারে। আর স্টেগানোগ্রাফির উদ্দেশ্য হল একটা বার্তা যে রয়েছে, সে ব্যাপারটাকেই লুকিয়ে ফেলা।

 

স্টেগানোগ্রাফি কৌশল:

 

কভার অবজেক্টের প্রকৃতির উপর নির্ভর করে (প্রকৃত বস্তু যাতে গোপন ডেটা এম্বেড করা হয়), স্টেগানোগ্রাফিকে পাঁচ প্রকারে ভাগ করা যায়:

> টেক্সট স্টেগানোগ্রাফি
> ইমেজ স্টেগানোগ্রাফি
> ভিডিও স্টেগানোগ্রাফি
> অডিও স্টেগানোগ্রাফি
> নেটওয়ার্ক স্টেগানোগ্রাফি

 

স্টেগানোগ্রাফির ব্যবহার (ডিজিট্যাল):

 

নাইন-ইলেভেন এর টুইন টাওয়ার এ্যাটাকের পরিকল্পনা বিনিময় হত কোন একটি ওয়েবসাইটের চ্যাটের মাধ্যমে। পাবলিক ইন্টারনেটে বসে চ্যাটরত ব্যক্তি, কিছু ছবি আপলোড বা ডাউনলোড করে চলে গেলেন। এভাবেই টুইন টাওয়ার এ্যাটাকের পরিকল্পনা করা হয়।
আমরা ফটোগ্রাফি করার সময় ক্যামেরা তে ছবি তুলে ক্যামেরাতে রেখে দিলেও, ক্যামেরাতে ছবির তোলার দিনক্ষণ দেখা যায়। এই তথ্য ক্যামেরার কোথায় মজুত থাকে? ঐ ছবির মধ্যে, স্টেগানোগ্রাফি ব্যবহার করে।

 

ইমেজ স্টেগানোগ্রাফি:

 

কভার অবজেক্টকে ইমেজ হিসেবে নিয়ে ডেটা লুকিয়ে রাখাকে ইমেজ স্টেগানোগ্রাফি বলা হয়। ডিজিটাল স্টেগানোগ্রাফিতে, ইমেজ ব্যাপকভাবে কভার সোর্স ব্যবহার করা হয় কারণ একটি ইমেজ Digital Presentation-এ বিপুল সংখ্যক বিট উপস্থিত থাকে। একটি ছবির ভিতরে তথ্য লুকানোর অনেক উপায় আছে।

> Least Significant Bit Insertion
> Masking and Filtering
> Redundant Pattern Encoding
> Encrypt and Scatter

নিচের চিত্রটির মাধ্যমে ইমেজ স্টেগানোগ্রাফি সহজেই বুঝা যাবে :

ইমেজ স্টেগানোগ্রাফি:

Quick Stego(QS) টুল এর মাধ্যমে কিভাবে ইমেজ স্টেগানোগ্রাফি করা যায় :

 

Quick Stego

> Open Quick Stego
> Open image and upload an image here.
> In a text file write the hidden message: my password for bank is : 12345
> Now open file > select the file > you can see the text in black window (right)
> Click hide text > save the picture

Quick Stego


> when you send the image > from other end he have to open the image with Quick Stego
> then he will get the hidden message

 

স্টেগানোগ্রাফির কয়েকটি টুলসঃ

> Stegosuite
> Quick Stego
> Xiao Stenography
> Steghide
> Our Secret

 

 

Read more blogs on ethical hacking here.

#MinhazulAsif #EthicalHacking #Codemanbd

Share on -

Related Articles

minhazul asif

আমি মিনহাজুল আসিফ,

Entrepreneur, Instructor, Web Developer, Freelancer & Cyber Sucurity Expert.

নিজের আইডিয়া গুলো সবার সাথে শেয়ার করার জন্য এই ব্লগ ওয়েবসাইট তৈরী করা। আশা করি আমার ব্লগ পড়ে অনেকেই উপকৃত হবে।

ক্যাটাগরি সমূহ: