Personal Blog of

Minhazul Asif

Personal Blog of

Minhazul Asif

ফেইসবুক পিক্সেল কি এবং ফেইসবুক পিক্সেল কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় ?

ফেইসবুক পিক্সেল কি?

 

Facebook পিক্সেল হল কিছু কোড যা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। এটি এমন ডেটা সংগ্রহ করে যা আপনাকে Facebook Ads গুলো থেকে conversions ট্র্যাক করতে, Ads গুলিকে অপ্টিমাইজ করতে, ভবিষ্যতের Ads গুলির জন্য Target শ্রোতা তৈরি করতে এবং যারা ইতিমধ্যে আপনার ওয়েবসাইটে কিছু ধরণের অ্যাক্টিভিটি করেছে তাদের কাছে আবারো অ্যাড পাঠাতে সাহায্য করে৷

ই-কমার্স সহ কোন ওয়েব সাইটে প্রডাক্ট Sell বৃদ্ধির জন্য ফেইসবুক পিক্সেল ব্যবহৃত হয়। গুগোল analytics ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপনগুলোর তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি রিপোর্ট তৈরি করা হয়। আর এই কাজটি করে থাকে ফেইসবুক পিক্সেল। কোন এলাকার মানুষ কোন ধরনের মানুষ এই বিজ্ঞাপনটি দেখছে এসব বিষয় উল্লেখিত থাকে সেই রিপোর্টে। এ ফেসবুক পিক্সেল রিপোর্টে মাধ্যমে আপনার sell  হওয়া product থেকে লাভ ও খরচের অনুপাত উল্লিখিত থাকে। যা আপনাকে পরবর্তীতে বুঝতে সাহায্য করে কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এবং কোন প্রোডাক্টটি আপনার খরচ বেশি হচ্ছে। ফেইসবুক পিক্সেল মূলত আমাদের Data  Driven কাজটা করে থাকে।তাই ফেসবুকের দুনিয়ায় ফেইসবুক পিক্সেল কে একটি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়।

 

ফেইসবুক পিক্সেল এর প্রয়োজনীয়তা

 

ফেইসবুক পিক্সেল আপনাকে বলে দিবে কোন ক্যাটাগরির মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখছে এবং কোন বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করছে এতে করে আপনার ফেইসবুক বুষ্টিং এর খরচ অনেকাংশেই কমে যাবে। যদি আপনি কোন বিজনেস করে থাকেন তবে ফেইসবুক পিক্সেল ব্যবহারের মাধ্যমে আপনার বিজ্ঞাপন খরচ অনেকটা কমে যাবে।

ফেসবুক পিক্সেল আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে সহায়তা করবে।এবং অধিক পরিমাণে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।

 

ফেইসবুক পিক্সেল এর কাজ 

 

ফেইসবুক পিক্সেল এর মূলত কাজ হচ্ছে আপনার বিজ্ঞাপন বা ফেসবুক এড রিলেটেড সকল তথ্য  বা Data সংগ্রহ করা। মূলত ফেইসবুক পিক্সেল আপনাকে জানিয়ে দিবে যে আপনার টার্গেট অডিয়েন্স যেখান থেকে বিজ্ঞাপনটির দেখছে ওই স্টোর থেকে প্রোডাক্টটি ক্রয় করছে কিনা? 

ধরা যাক আপনার বিজ্ঞাপনটি কোন বয়সের মানুষ দেখছে এবং পণ্য ক্রয় করছে ফেইসবুক পিক্সেল আপনাকে সেই ব্যাপারে অবহিত করবে। ধরুন আপনার বিজ্ঞাপনটি মূলত ৩০-৪০ বছর বয়সী মানুষ বেশি দেখছে তাহলে ফেসবুক পিক্সেল আপনাকে জানিয়ে দিবে আপনার টার্গেট এরপরই আপনি ফেসবুক বুস্টিং এর সময় আপনার টার্গেটেড অর্ডিন্যান্সের লিস্ট উক্ত বয়সি মানুষকে টার্গেট অডিয়েন্স হিসেবে বিবেচনা করতে পারেন এর ফলে আপনার বিজনেসের সেল বুষ্ট করবে। এবং আপনার ব্যবসার প্রসারের ক্ষেত্রে অন্যান্য বয়সী মানুষের জন্য ভিন্নধর্মী প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন।

 

Facebook পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্ট:

১৭টি স্ট্যান্ডার্ড Facebook পিক্সেল ইভেন্ট যার জন্য আপনি Facebook ইভেন্ট কোড কপি এবং পেস্ট করতে পারেন তা হল:

  • Sell: কেউ যদি আপনার ওয়েবসাইটে একটি প্রডাক্ট পারচেস করে৷
  • Lead: কেউ একটি ট্রায়ালের জন্য সাইন আপ করে বা অন্যথায় আপনার সাইটে লিড হিসাবে নিজেকে চিহ্নিত করে৷
  • কমপ্লিট রেজিস্ট্রেশন: কেউ আপনার সাইটে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে, যেমন একটি সাবস্ক্রিপশন ফর্ম।
  • পেমেন্ট ইনফর্মেশন যোগ করুন: কেউ আপনার ওয়েবসাইটে Sell প্রক্রিয়ায় তাদের পেমেন্ট ইনফর্মেশন শেয়ার করলে।
  • In cart product add product: কেউ আপনার সাইটে তাদের শপিং কার্টে একটি প্রডাক্ট যোগ করে।
  • Wishlist যোগ করুন: কেউ আপনার সাইটে একটি উইসলিস্ট যোগ করে।
  • চেকআউট শুরু করুন: কেউ আপনার সাইট থেকে কিছু কেনার জন্য চেকআউট প্রক্রিয়া শুরু করে। 
  • সার্চ: কেউ আপনার সাইটে কিছু খোঁজার জন্য সার্চ ফাংশন ব্যবহার করে।
  • কনটেন্ট দেখুন: কেউ আপনার ওয়েবসাইটে একটি নির্দিষ্ট পেজ ল্যান্ড করে।
  • যোগাযোগ: কেউ আপনার ব্যবসার সাথে যোগাযোগ করে।
  • পণ্য কাস্টমাইজ করুন: কেউ একটি পণ্যের একটি নির্দিষ্ট কাস্টমাইজ নির্বাচন করে, যেমন একটি নির্দিষ্ট রঙ নির্বাচন করা।
  • ডোনেট করুন: কেউ আপনার উদ্দেশ্যে ডোনেট করে।
  • অবস্থান খুঁজুন: কেউ আপনার ব্যবসার প্রকৃত অবস্থান সার্চ করে।
  • সময়সূচী: কেউ আপনার ব্যবসায় একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করে।
  • ট্রায়াল শুরু করুন: কেউ আপনার পণ্যের বিনামূল্যে ট্রায়ালের জন্য সাইন আপ করে৷
  • আবেদন জমা দিন: কেউ আপনার পণ্য, পরিষেবা বা প্রোগ্রামের জন্য আবেদন করে, যেমন একটি ক্রেডিট কার্ড।
  • মেম্বারশিপ: কেউ একটি প্রদত্ত product বা মেম্বারশিপ এর জন্য.

উদাহরণস্বরূপ, আপনি পরিবর্তে আপনার ওয়েবসাইটে একটি নির্দিষ্ট বিভাগের ভিউ রেকর্ড করতে Facebook ট্র্যাকিং পিক্সেল ব্যবহার করতে পারেন।

 

ফেইসবুক পিক্সেল কিভাবে ওয়ার্ডপ্রেস  ওয়েবসাইট এ ইনস্টল করা যায়?

 

> ইনস্টল করুন Pixel Your Site Plugin : https://wordpress.org/plugins/pixelyoursite/

> ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড থেকে PixelYourSite  অপশনে যান

ফেইসবুক পিক্সেল কি

  •  Click for settings এ ক্লিক করুন
  •  ফেইসবুক ইভেন্ট ম্যানেজার লিংকে যান: http://business.facebook.com/events_manager2
  •  Data sources > Create facebook pixel > Web > install facebook pixel manually 
  •  তারপর আপনি আপনার ফেইসবুক পিক্সেল আইডি টি কপি করুন

ফেইসবুক পিক্সেল কি

  • এবার pixelyoursite  প্লাগিনের ভেতর আপনার ফেইসবুক পিক্সেল এর আইডিটি বসিয়ে দিন

ফেইসবুক পিক্সেল কি

  • আপনার যদি ফেসবুক ইভেন্ট চালু করা থাকে তাহলে ফেসবুক ইভেন্ট অপশনটি অন করে দিন

ফেইসবুক পিক্সেল কি

 

  • আপনার ওয়েবসাইটে যদি উকমার্স প্রডাক্ট থাকে তাহলে Enable Woocommerce SetUp অপশনটি অন করে দিন

ফেইসবুক পিক্সেল কি

 

কিভাবে বুঝবেন আপনার ফেইসবুক পিক্সেল ওয়েব সাইটে এড হয়েছে?

 

খুব সহজেই আমরা একটি chrome-extension এর মাধ্যমে একটি ওয়েবসাইটে ফেইসবুক পিক্সেল এড হয়েছে কিনা চেক করতে পারি। Facebook Pixel Helper Chrome-extension টি আপনার ব্রাউজারে ইন্সটল করে নিন: 

Link : https://chrome.google.com/webstore/detail/facebook-pixel-helper/fdgfkebogiimcoedlicjlajpkdmockpc?hl=en

তারপর আপনি আপনার ওয়েব সাইটে ভিজিট করুন এবং ফেইসবুক পিক্সেল হেলপার chrome-extension এ ক্লিক করুন,  যদি ফেইসবুক পিক্সেল ইন্সটল করা থাকে এটি আপনার ফেইসবুক পিক্সেল এর আইডিটি দেখাবে। 

ফেইসবুক পিক্সেল কি

 

Read more WordPress Blogs from here.

 

Thanks
Minhazul Asif

Share on -

Related Articles

minhazul asif

আমি মিনহাজুল আসিফ,

Entrepreneur, Instructor, Web Developer, Freelancer & Cyber Sucurity Expert.

নিজের আইডিয়া গুলো সবার সাথে শেয়ার করার জন্য এই ব্লগ ওয়েবসাইট তৈরী করা। আশা করি আমার ব্লগ পড়ে অনেকেই উপকৃত হবে।

ক্যাটাগরি সমূহ: