Personal Blog of

Minhazul Asif

Personal Blog of

Minhazul Asif

মার্কেটপ্লেস এর বাইরে ক্লায়েন্ট পাচ্ছেন না? ক্লায়েন্ট পাওয়ার জন্য ইনস্টাগ্রাম টিপস

instagram tipcs for freelancers

আমরা অনেকেই শুধু মার্কেটপ্লেস এ কাজ এর জন্য চেষ্টা করি। অনেকেই হয়তো জানি না, মার্কেটপ্লেস এর বাহিরেও রয়েছে আরেক জগৎ যেখান থেকে আমরা অনেক ক্লায়েন্ট পেতে পারি। 

ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।  আমি খুব সহজে ১৫ টি পয়েন্ট এর মাধ্যমে ইনস্টাগ্রাম প্রোফাইল খোলা থেকে শুরু করে, একাউন্ট সাজানো, আপনার কাজ রিলেটেড পোস্ট, রীল, স্টোরি, ফলোয়ার বাড়ানো সহ  আদ্যোপান্ত সব বলার চেষ্টা করেছি ।

আমাদের অনেকেই মনে করি, ইনস্টাগ্রাম শুধু মাত্র সেলেব্রেটি দের জন্য, আসলে তা নয়। ইনস্টাগ্রাম যেকোনো প্রোডাক্ট / সার্ভিস সেল করার জন্য এফেক্টিভ একটা মার্কেটিং প্লাটফর্ম। e-Market এর 2019 সালের গবেষণা অনুসারে, 202৪ সালের মধ্যে ৯৩% ব্যবসায়ের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে বলে প্রেডিক্ট করছে । তো আমরা কেন বসে থাকবো ?

 

আসুন জেনে নেই কিভাবে স্টার্ট করা যাবে ?

 

১. মোবাইল এ অথবা ডেস্কটপ এ ইনস্টাগ্রাম app টি ডাউনলোড করে ফেলুন ।

২. একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করুন এবং একটি ইনস্টাগ্রাম প্রোফাইল ফটো বেছে নিন । যদি বিসনেস প্রোফাইল থাকে বিসনেস লোগো আপলোড করুন।

৩. আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সম্পূর্ণ করুন আর অবশ্যই আপনার ওয়েবসাইট যদি থাকে সেটা দিতে ভুলবেন না, অথবা আপনার যদি কোনো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এ যথেষ্ট রিভিউ থাকে, আপনি আপনার মার্কেটপ্লেস এর প্রোফাইল লিংক দিতে পারেন। 

৪. ৭ দিন পর আপনার বেসিক ইনস্টাগ্রাম প্রোফাইলটিকে Business Profile এ কনভার্ট করুন। ইনস্টাগ্রামে একটি Business Profile আপনাকে আপনার ব্র্যান্ডটিকে পরিচালনা ও বাড়ানোর জন্য আরও অনেক Tools দিবে, যা আপনি পার্সোনাল প্রোফাইল এ পাবেন না। 

ইনস্টাগ্রামে এ ফেইসবুক এর মতো পেজ হয় না, তাই পার্সোনাল প্রোফাইল কে সেটিংস থেকে Business Profile এ কনভার্ট করে নিন। (Settings > Account > Switch to Professional Account) প্রফেশনাল একাউন্ট এ আপনি অনেক ডিটেল এ ডাটা ও এনালিটিক্স ও আপনার গ্রোথ দেখতে পাবেন।

 

৫. এখন প্রোফাইল টি আপনার সার্ভিস গুলো শোকেস করে সাজান সময় নিয়ে, আপনার সাথে যোগাযোগ এর জন্য ফোন নম্বর, ইমেল এবং লোকেশন অ্যাড করুন। আপনার সার্ভিস ক্যাটাগরি সিলেক্ট করুন।  যেমন ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি। 

৬. এখন ইনস্টাগ্রাম সেটিংস থেকে আপনার ফেইসবুক পেজ কে লিক করে দিন ইনস্টাগ্রাম একাউন্ট এর সাথে, এতে আপনি ইনস্টাগ্রাম এ কিছু পোস্ট করলে ফেইসবুক পেজ ও দেখা যাবে, এছাড়া আপনি ইনস্টাগ্রাম এর মেসেজ গুলো ফেইসবুক পেজ এর ইনবক্স দিয়ে reply করতে পারবেন।

৭. আপনার ইনস্টাগ্রাম ফিডে আপনার সার্ভিস রিলেটেড ফটো এবং ভিডিও পোস্ট করুন। ভিডিও অবশ্যই ৯০ সেকেন্ড এর কম হতে হবে । ভিডিও আপনার প্রোফাইল এর REACH অনেক বাড়িয়ে দিবে।

অন্তত ২০-৩০ টি পোস্ট করে রাখুন । যাতে যখন ফলোয়ার্স আসবে তারা যেন খালি প্রোফাইল না দেখে ।

 

৮. ইনস্টাগ্রাম প্রোফাইল টি এখন এখনো আপনার কোনো ফলোয়ার নাই, এখন কাজ হচ্ছে ফলোয়ার বাড়ানো ।

🍥 প্রথমে, আপনার ফোন কন্টাক্টস আর ফেইসবুক কন্টাক্টস দের ফলো করুন, যেহেতু তারা আপনার পরিচিত তারা ফলো ব্যাক করবে ।

🍥 দ্বিতীয়ত, এইবার আপনি ইনস্টাগ্রাম এর সার্চ এ আপনার সার্ভিস রিলেটেড হ্যাশ ট্যাগ (#) দিয়ে সার্চ করে, রিলেটেড পিপল দের ফলো করুন, ৩০% ফলো ব্যাক পাবেন শিওর, যদি ফলো ব্যাক না করলে তাহলে তাদের Unfollow করে দিন। এছাড়াও আপনার সার্ভিস নিতে পারে এমন মানুষ দের ফলো করুন।  আপনি leadstal টুল ব্যবহার করে আপনার niche এর মানুষদের সহজে খুঁজে পেতে পারেন। 

🍥 তৃতীয়ত, আপনার কম্পিটিটর কে খুঁজে বের করুন, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল এ ঢুকে তাদের followers দের follow করুন, কারণ তাদের ইন্টারেস্ট ও অবশ্যই আপনার সার্ভিস অনুযায়ী হবে, তাই তারাই আপনার প্রকৃত কাস্টমার হবেই হবে 🙂

এই ৩ ভাবে আপনি অনেক দ্রুত followers পেয়ে যাবেন। কিন্তু আমরা followers পেতে অনেক তাড়াহুড়া করি যেটা ঠিক না, অনেক বেশি ফলো করতে গেলে ইনস্টাগ্রাম ভাববে আপনি স্প্যাম করছেন। ভয় নেই আমি বলে দিচ্ছি, প্রতিদিন ৫০ জন কে ফলো করুন, এভাবে ৭ দিন যাওয়ার পর আপনি ১০০ করে ফলো করুন প্রতিদিন। এক মাস পর ইনস্টাগ্রাম আপনাকে যতক্ষণ ফলো করতে দিচ্ছে ততক্ষন ফলো করতে থাকুন ।

খুব বেশি ফলো করতে থাকলে আপনার প্রোফাইল এর REACH কমে যাবে । যারা ফলো ব্যাক করবে না, কিছু দিন পর তাদের unfollow করে দিন ।

 

৯. ইনস্টাগ্রাম এ আপনার নতুন সার্ভিস এর স্টোরি তৈরী করুন, আর আপনার রিসেন্ট সার্ভিস গুলোকে highlight করে রাখুন ।

১০. সপ্তাহে অন্তত একটা লাইভ ইভেন্ট করুন, যেটা আপনার সব ফলোয়ার এর নোটিফিকেশন বক্স এ চলে যাবে, মনে রাখবেন, লাইভ ইভেন্ট / ভিডিও এর REACH অনেক বেশে হয় সাধারণ পোস্ট / ভিডিও থেকে ।

১১. ভিডিও রেকর্ড এর জন্য ইনস্টাগ্রাম টিভি (IGTV) এবং Instagram Reels ব্যবহার করুন।

🍥 IGTV সাধারণত বড় ভিডিও এর জন্য, আপনাকে মোবাইলের মাধ্যমে 15 মিনিট এবং PC এর মাদ্ধমে ৬০ মিনিটের ভিডিও আপলোড করতে দেয়।

🍥 Instagram Reels সাধারণত ১৫-৯০ সেকেন্ডের মাল্টি-ক্লিপ আপলোড করতে পারবেন, TikTok এর ভিডিও এর মতো ।

 

১২. প্রতিদিন ই আপনার সার্ভিস রিলেটেড কিছু না কিছু পোস্ট করুন । সব সময়  সার্ভিস পোস্ট করতে হবে এমন না, আসুন উদহারণ দেই, ধরা যাক আপনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকেন। এটার উপর আজকে একটা পোস্ট করলেন। আগামী কাল ইনফোরমেটিভ কিছু পোস্ট করুন, যেমন কেন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস অন্যদের থেকে ভালো,  কেন php বা লারাভেল দিয়ে ওয়েবসাইট করা উচিত, ওয়ার্ডপ্রেস এর সুবিধাগুলো কি কি .. bla..bla..bla. 

এতে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এ সার্ভিস না কিনলেও কিছু ভালো ফলোয়ার পাবেন, যারা প্রতিদিন আপনার পোস্ট পড়ার জন্য অপেক্ষা করবে, একদিন পোস্ট পড়তে পড়তে তারা আপনার সার্ভিস টি কিনবেই, কারণ ততদিন এ আপনি তাদের মনে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলেছেন, তারা আপনার কথা trust করে এবং আপনার থেকে শুনতে চায় ।

 

১৩. অবশ্যই প্রতিটি পোস্ট এ ৫-৮ টি রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন(অবশ্যই ১০ টির বেশি হ্যাশট্যাগ দিবেন না, এতে হ্যাশট্যাগ গুলোর গুরুত্ব কমে যায়)  এতে যারা আপনার ফলোয়ার না, তারাও সার্চ এর মাধ্যমে আপনার পোস্ট খুঁজে পাবে। এতে পোস্ট এর রিচ বেড়ে যাবে। 

এভাবে প্রতিদিন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল এ রেগুলার পোস্ট করুন । প্রতিদিন ফলোয়ার বাড়ান, স্টোরি এবং highlight তৈরী করুন, সপ্তাহে লাইভ এ কিছু প্রোডাক্ট show করুন অথবা লাইভ এ। 

 

১৪. এছাড়াও কিছু রীল পোস্ট করুন আপনার সার্ভিস রিলেটেড ইনফোরমেটিভ শর্ট ভিডিও দিয়ে(Duration ৩০-৬০ সেকেন্ড), যেমন কেন ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয়, FIGMA VS ADOBE ইত্যাদি। আপনি chatgpt কে জিজ্ঞাসা করে কিছু ইনফরমেশন পাবেন রীল তৈরী করার জন্য। ইনস্টাগ্রাম ইদানিং রীল কে প্রচুর প্রোমোটে করছে, তাই আপনার সার্ভিস কে অনেকের মাঝে পৌঁছে দেয়ার জন্য রীল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

১৫. অবশ্যই আপনার ইনস্টাগ্রাম এর ইনবক্স রেগুলার চেক করবেন। যারা আপনার সার্ভিস কিনতে চায়, তারা আপনাকে ইনবক্স এ যোগাযোগ করবে। তাছাড়াও আপনি তাদের ফ্রি এপয়েন্টমেন্ট/ কন্সালটেন্সি সার্ভিস অফার করতে পারেন, যেখানে আপনি তার সাথে ৩০ মিনিট কথা বলবেন তাকে কিভাবে হেল্প করবেন সাজেশন দিয়ে তার একটা ট্রাস্ট বিল্ড করতে পারবেন। পরবর্তীতে সে আপনার থেকে সার্ভিস নিবেই।

 

এবার আসল কথায় আসি। আমি অনেককেই দেখেছি এভাবে ইনস্টাগ্রাম এ ১-২ মাস চেষ্টা করে ধর্যহারা হয়ে যায়। মনে রাখবেন এই ১৫ টি প্রসেস এ আপনাকে ৬-৮ মাস কাজ করে যেতে হবে আপনার একাউন্ট গ্রো করতে, ফলোয়ারদের ট্রাস্ট বিল্ড আপ করতে, পোস্ট এর রিচ বাড়াতে, তারপর আস্তে আস্তে আপনি ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। 

 

শুভকামনা সবাই-কে। 

মিনহাজুল আসিফ 

 

Share on -

Related Articles

minhazul asif

আমি মিনহাজুল আসিফ,

Entrepreneur, Instructor, Web Developer, Freelancer & Cyber Sucurity Expert.

নিজের আইডিয়া গুলো সবার সাথে শেয়ার করার জন্য এই ব্লগ ওয়েবসাইট তৈরী করা। আশা করি আমার ব্লগ পড়ে অনেকেই উপকৃত হবে।

ক্যাটাগরি সমূহ: